নোয়াখালীতে ১৩ বছরের শাকিলের চোখে ফিরল আলো

আরিফুর রহমান, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি:
প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ১০:০৮

চোখের আলো ফিরে পাওয়া শাকিল সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার কর্মকর্তাদের সঙ্গে।
নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড, ৩ নম্বর কলোনী এলাকার সেলিম বাজার আশ্রয়ণ প্রকল্পের ১৩ বছর বয়সী মোঃ শাকিল দৃষ্টিশক্তি ফিরে পেয়ে এখন নতুনভাবে জীবন শুরু করেছে। দীর্ঘ ৩ বছর ধরে চোখের জটিল রোগে ভোগা এই কিশোর আবারও দেখতে পাচ্ছে, হাসছে, খেলছে এবং স্কুলে যাচ্ছে সব সম্ভব হয়েছে সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার মানবিক সহযোগিতার কারণে।
শাকিল স্থানীয় সেলিম বাজার আশ্রয়ণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র। তার বাবা রবি আলম একজন দিনমজুর, মা রহিমা খাতুন গৃহিণী। পাঁচ সন্তান নিয়ে পরিবারের অভাব-অনটনের মধ্যে চিকিৎসা করানো ছিল একরকম অসম্ভব। এর আগেও পরিবারের আরেক সন্তানের চোখের অপারেশনে ব্যর্থতার কারণে চিকিৎসা নিয়ে ভয় আর হতাশায় দিন কাটাচ্ছিল শাকিলের পরিবার।
শাকিলের চোখের সমস্যা ছিল জন্মগত জটিল ত্রুটি ও ছানিজনিত, যার জন্য প্রয়োজন ছিল অত্যাধুনিক অপারেশনের। বিষয়টি সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার দৃষ্টিগোচর হলে তারা ‘সমৃদ্ধি’ কর্মসূচির আওতায় শাকিলের পুরো চিকিৎসার ব্যয়ভার গ্রহণ করে। বিনামূল্যে চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ, উন্নত চিকিৎসা এবং সফল অস্ত্রোপচারের মাধ্যমে শাকিল আবারও ফিরে পায় তার হারানো দৃষ্টি।
অপারেশন শেষে শাকিল এখন স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছে এবং স্কুলে যাওয়া শুরু করেছে। চোখে আলো ফিরে আসার সঙ্গে সঙ্গে তার জীবনে ফিরে এসেছে আনন্দ ও আশার আলো।
শাকিলের মা বলেন, “আমরা কখনো ভাবিনি ছেলেকে আবার চোখে দেখতে দেখবো। সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা আমাদের পরিবারকে নতুন জীবন দিয়েছে। এই ঋণ কোনো দিন শোধ হবে না।”
সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, “শাকিলের মতো শিশুরা আমাদের সমাজের অংশ। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সাগরিকা সবসময়ই অসহায় মানুষের পাশে থেকে মানবিক সহায়তা দিয়ে যাবে।”
এই ঘটনাটি শুধু একটি দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার গল্প নয়, এটি একটি পরিবারের নতুন করে বাঁচার আশা, সমাজে মানবিকতার জয় এবং প্রমাণ যে সঠিক সহায়তা পেলে প্রতিটি শিশুই আলোতে ফিরতে পারে।