যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে সুবর্ণচরে মহান বিজয় দিবস পালিত
আরিফুর রহমান, সুবর্ণচর (নোয়াখালী)
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫, ২২:২৫
ছবি: দ্য ফারমার্স ভয়েস
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ও বিজয়ের ৫৫তম বার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। সুবর্ণচর উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী এসব আয়োজনের মাধ্যমে বাঙালি জাতির গৌরবময় ইতিহাস ও মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে তুলে ধরা হয়।
দিবসের শুরুতে ভোরে জাতীয় পতাকা উত্তোলন ও ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান এবং চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ লুৎফর রহমান।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সুবর্ণচর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক দল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।
পরবর্তী কর্মসূচিতে কুচকাওয়াজ ও মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, বিজয় মেলা আয়োজন, একটি প্রীতি ফুটবল ম্যাচ এবং শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই আয়োজনের মাধ্যমে সুবর্ণচরে মহান বিজয় দিবস আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়।
