Logo
×

Follow Us

সারাদেশ

সুবর্ণচরে নির্বাচনী বিধি প্রতিপালনে প্রশাসনের কঠোর অভিযান; ব্যানার, তোরণ ও বিলবোর্ড অপসারণ

Icon

আরিফুর রহমান, সুবর্ণচর (নোয়াখালী):

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ১৯:৪৮

সুবর্ণচরে নির্বাচনী বিধি প্রতিপালনে প্রশাসনের কঠোর অভিযান; ব্যানার, তোরণ ও বিলবোর্ড অপসারণ

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় নির্বাচনী আচরণবিধি কার্যকর করতে সব ধরনের রাজনৈতিক প্রচারসামগ্রী অপসারণে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন। 

রবিবার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব ওসমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে রাজনৈতিক ব্যানার, ফেস্টুন, তোরণ ও বিলবোর্ড সরানোর কথা থাকলেও অনেক ক্ষেত্রে তা মানা হয়নি। এ কারণে প্রশাসন নিজ উদ্যোগে সরাসরি ব্যবস্থা গ্রহণ করে।

এর আগে শনিবার রাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে সংশ্লিষ্ট রাজনৈতিক দল ও প্রার্থীদের নিজ নিজ প্রচারসামগ্রী অপসারণের জন্য অনুরোধ জানানো হয়। নির্দেশনা অমান্য হওয়ায় পরদিন দুপুরে প্রশাসন অভিযান চালিয়ে এসব প্রচারসামগ্রী সরিয়ে ফেলে।

অভিযানে সহায়তা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছেনমং রাখাইন, চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমানসহ পুলিশের সদস্যরা। পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরাও অভিযানে অংশ নেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী উপজেলায় সব ধরনের রাজনৈতিক প্রচারসামগ্রী অপসারণ করা হচ্ছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্যভাবে অনুষ্ঠিত হয় সে লক্ষ্যে উপজেলা প্রশাসন সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে।

Logo