আজকের ঢাকা: মেঘে ঢাকা আকাশ, তাপমাত্রা বাড়ছে—বৃষ্টির ইঙ্গিতও মিলছে

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ১৪:১২

মেঘে ঢাকা আকাশ, তাপমাত্রা বাড়ছে—বৃষ্টির ইঙ্গিতও মিলছে। ছবি: সংগৃহীত
ঢাকার
আকাশ আজও যেনো খামখেয়ালি মেজাজে—মেঘের
চাদরে ঢেকে থাকলেও সূর্যের উঁকিঝুঁকি থেমে নেই। সোমবার (১১ আগস্ট) সকাল ৭টা থেকে
পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দিনের তাপমাত্রা সামান্য বেড়েছে, আর আবহাওয়া মূলত শুষ্ক।
দক্ষিণ
ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইছে, যা আর্দ্রতার সঙ্গে মিলে তৈরি হয়েছে
গুমোট গরম। সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৭.৮° সেলসিয়াস, আর্দ্রতা
৯০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৫.৭° সেলসিয়াস, আর
সিলেটে হয়েছে সর্বোচ্চ ৫৮ মিলিমিটার বৃষ্টিপাত।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী ৫ দিনে দেশের বহু স্থানে বৃষ্টি
বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে এর আগে, বুধবারের
(১৩ আগস্ট) মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হতে পারে, যা দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা
বজ্রসহ বৃষ্টি আনতে পারে। কিছু কিছু অঞ্চলে মাঝারি থেকে ভারি বর্ষণও সম্ভাবনা
রয়েছে।
আজকের সারাদেশের পূর্বাভাস বলছে—রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বহু জায়গায়, রাজশাহী ও চট্টগ্রামের কিছু এলাকায়, আর ঢাকা, খুলনা ও বরিশালের দু’এক জায়গায় হতে পারে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। রংপুর, ময়মনসিংহ ও সিলেটে কোথাও কোথাও নামতে পারে ভারি বর্ষণ।
দিন
ও রাতের তাপমাত্রা সামান্য বেড়ে যেতে পারে,
যা
গরমের অনুভূতি আরও তীব্র করবে।
তাই
আজ ঢাকার আকাশে মেঘের সাজ থাকলেও, গরমের
প্রভাবই হবে দিনের প্রধান সঙ্গী। ছাতা হয়তো লাগবে না, কিন্তু পানির বোতল আর মাথা ঠান্ডা রাখার
প্রস্তুতি থাকুক হাতের কাছেই।