শুক্রবার বৃষ্টিতে দিন শুরু, কোথায় হবে ঝড়-বৃষ্টি, দেখে নিন পূর্বাভাস

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৫, ১৩:২৮

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানী ঢাকা সহ দেশের প্রায় সব এলাকায়
শুক্রবার (৮ আগস্ট) সকাল থেকেই টানা বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই বৃষ্টিপাত সারাদিন অব্যাহত থাকতে পারে এবং আগামী
চার দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির প্রবণতা বজায় থাকবে।
বৃষ্টির কারণে
নদীবন্দরে সতর্ক সংকেতঃ
আবহাওয়া অধিদপ্তর দেশের
অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য সতর্কবার্তা জারি করেছে। পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর
দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা
বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ০১
নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
বৃষ্টিপাতের
পরিমাণ ও পূর্বাভাস —
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা
গেছে, বৃহস্পতিবার (৭
আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ ৮৯ মিলিমিটার
বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ডে। রাজধানী ঢাকায় এ সময়
বৃষ্টিপাতের পরিমাণ ছিল ২ মিলিমিটার, তবে সকাল ছয়টার পর থেকে ঢাকায় বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেয়েছে।
শুক্রবারের পূর্বাভাস অনুযায়ী—
·ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের
অধিকাংশ স্থানে
আবহাওয়াবিদরা জানিয়েছেন, কোনো এলাকায় যদি ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হয়, তাহলে সেটি “ভারি বৃষ্টি” হিসেবে গণ্য করা হয়।
পরবর্তী
বৃষ্টির পূর্বাভাস —
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ জানিয়েছেন, আগামীকাল শনিবার (৯ আগস্ট) থেকে
সারাদেশে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমে আসতে পারে। তবে উত্তরাঞ্চলে বৃষ্টির
প্রবণতা কিছুটা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।