আগস্টে ভারি বর্ষণ ও তাপপ্রবাহের শঙ্কা, কোথাও কোথাও বন্যার আশঙ্কা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ২৩:৩৪

ছবি সংগৃহীত
চলতি আগস্ট
মাসজুড়ে দেশের বিভিন্ন এলাকায় অস্থির আবহাওয়ার দেখা মিলতে পারে বলে পূর্বাভাস
দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মাসজুড়ে বিচ্ছিন্নভাবে তাপপ্রবাহের কারণে ভ্যাপসা গরম
অনুভূত হতে পারে, একইসঙ্গে ভারি
বর্ষণের কারণে দেশের কিছু অঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা দেখা দিতে পারে।
রোববার (৩ আগস্ট)
প্রকাশিত এক মাসের আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ মো. মমিনুল ইসলাম জানান, আগস্টে দেশে গড় বৃষ্টিপাত স্বাভাবিক থাকলেও
বঙ্গোপসাগরে এক বা দুটি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা
রয়েছে। দেশের বিভিন্ন স্থানে পাঁচ থেকে ছয় দিন বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া মাসজুড়ে
কোথাও কোথাও এক-দুটি মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে। দিনের ও রাতের তাপমাত্রা
স্বাভাবিকের তুলনায় সামান্য বেশি থাকতে পারে।
তিনি আরও বলেন,
টানা বর্ষণের প্রভাবে
দেশের বড় বড় নদ-নদীর পানি স্তর বৃদ্ধি পেতে পারে। ফলে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলে
স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
এ মাসে দেশের
দৈনিক গড় বাষ্পীভবনের হার ২ থেকে ৪ মিলিমিটার এবং গড় সূর্যালোক প্রাপ্তির সময়কাল ৩
থেকে ৫ ঘণ্টার মধ্যে থাকতে পারে বলেও জানান তিনি।
এদিকে, আবহাওয়া অধিদপ্তরের দৈনিক পূর্বাভাস অনুযায়ী,
সোমবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের বেশিরভাগ জায়গায় এবং
খুলনা, বরিশাল ও
চট্টগ্রামের কিছু এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি অথবা
বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারি কিংবা অতিভারী
বৃষ্টিপাতও হতে পারে। এদিন দেশের তাপমাত্রা দিনের বেলায় কিছুটা কমলেও রাতের
তাপমাত্রা স্থির থাকতে পারে।
মঙ্গলবারও একই
ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। দেশের অধিকাংশ বিভাগে
বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও ভারি বৃষ্টিপাতের আশঙ্কা করা
হয়েছে। এদিন দেশের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে।
পাঁচ দিনের
বর্ধিত পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ের শেষের
দিকে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে। রোববার দেশের
সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস, যা রেকর্ড করা হয়েছে সিরাজগঞ্জের বাঘাবাড়ি ও
টাঙ্গাইলে। একই দিনে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রামের সন্দ্বীপে,
যা ছিল ১৮৭ মিলিমিটার।