ফেনী ও কুমিল্লায় বন্যার প্রবল আশঙ্কা, চট্টগ্রাম বিভাগে অতিভারি বৃষ্টিপাতের পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ১৫:৫৬

চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় টানা ভারি বর্ষণের কারণে বন্যা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে ফেনী ও কুমিল্লা জেলার দক্ষিণাঞ্চলের ওপর বন্যার সম্ভাবনা ক্রমেই বাড়ছে।
আজ মঙ্গলবার (৮ জুলাই) সকাল থেকে শুরু হওয়া প্রবল বর্ষণের ফলে ফেনী জেলার বেশকিছু নিম্নাঞ্চল ইতোমধ্যেই পানিতে প্লাবিত হয়েছে। একইসাথে, কুমিল্লা জেলার দক্ষিণাংশের উপজেলাগুলোতেও পানি বাড়তে শুরু করেছে। আগামীকাল বুধবার (৯ জুলাই) দুপুর পর্যন্ত এই প্রবল বর্ষণ অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় অবস্থিত ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের রাডার চিত্র থেকে দেখা গেছে, আজ দুপুর ২টা ৫২ মিনিটে চট্টগ্রাম বিভাগের নোয়াখালী, ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলাসহ ত্রিপুরার প্রায় সব জেলাজুড়ে অতিভারি বর্ষণের প্রবণতা বিরাজ করছে।
আবহাওয়াবিদ কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ বলেন,"ত্রিপুরা ও বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের ওপর আজ মঙ্গলবার সকাল থেকে যেভাবে ভারি বৃষ্টিপাত শুরু হয়েছে এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে ১৫০ থেকে ২৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তাতে ফেনী ও কুমিল্লার দক্ষিণাঞ্চলে বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটতে পারে। নদ-নদীর পানি দ্রুত বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে।"
চট্টগ্রাম বিভাগের স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। সাধারণ মানুষকেও নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।