
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন ভারতের পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও ওড়িশা রাজ্যের ওপর একটি মৌসুমি লঘুচাপের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ।
আজ শনিবার (৫ জুলাই) সকাল ৯টায় জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত মেঘচিত্র বিশ্লেষণ করে তিনি বলেন, এই লঘুচাপের ফলে বঙ্গোপসাগরের ওপর গভীর সঞ্চরণশীল মেঘমালার সৃষ্টি হয়েছে। যার ফলে ঘন জলীয়বাষ্পবাহী মেঘ বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চল দিয়ে বাংলাদেশের স্থলভাগে প্রবেশ করতে শুরু করেছে।
গবেষক মোস্তফা কামাল পলাশ বলেন, “এই মৌসুমি লঘুচাপের কারণে আজ শনিবার থেকে শুরু করে পরবর্তী ২-৩ দিন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে বরিশাল, চট্টগ্রাম, খুলনা ও ঢাকাসহ দক্ষিণ ও মধ্যাঞ্চলে মাঝারি থেকে ভারি বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে।”
তিনি আরও সতর্ক করে বলেন, উপকূলীয় এলাকায় বসবাসরতদের সাবধানতা অবলম্বন করতে হবে এবং নিয়মিত আবহাওয়ার হালনাগাদ তথ্য পর্যবেক্ষণ করতে হবে।