Logo
×

Follow Us

আবহাওয়া

জুলাইয়ে সাগরে ৬টি লঘুচাপের পূর্বাভাস, থাকবে কয়েক দফা তাপপ্রবাহ ও বজ্রঝড়

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ১০:৩০

জুলাইয়ে সাগরে ৬টি লঘুচাপের পূর্বাভাস, থাকবে কয়েক দফা তাপপ্রবাহ ও বজ্রঝড়

চলতি জুলাই মাসে বঙ্গোপসাগরে বেশ কয়েকটি লঘুচাপের সৃষ্টি হতে পারে, যার কিছু নিম্নচাপে রূপ নিতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। একইসাথে, মাসজুড়ে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

বুধবার (২ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদফতর জানায়, বঙ্গোপসাগরে ৪ থেকে ৬টি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে এক থেকে তিনটি নিম্নচাপে রূপ নিতে পারে। তবে এই মাসে দেশে গড় বৃষ্টিপাত স্বাভাবিক থাকবে এবং বড় ধরনের বন্যার আশঙ্কা নেই।

আবহাওয়া অধিদফতরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির প্রধান মো. মমিনুল ইসলাম জানান, জুলাই মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে। এ সময় ১০ থেকে ১২ দিন বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, বিচ্ছিন্নভাবে তিন থেকে পাঁচদিন মৃদু থেকে মাঝারি মাত্রার তাপপ্রবাহ বয়ে যেতে পারে। তাপমাত্রা ৩৬ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।

তিনি আরও বলেন, আবহাওয়ার এই রূপ পরিবর্তনের কারণে কৃষি ও জনজীবনে কিছুটা প্রভাব পড়তে পারে। তবে এখনই কোনো প্রকার আতঙ্ক বা সতর্কতা জারির প্রয়োজন নেই।


Logo