Logo
×

Follow Us

আবহাওয়া

আগামী পাঁচ দিনে বড় কোনো পরিবর্তন নেই, দুই দিন থাকতে পারে বৃষ্টি

শরতে হালকা শীতের ছোঁয়ায় বজ্রসহ বৃষ্টি অব্যাহত

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ২৩:০৪

শরতে হালকা শীতের ছোঁয়ায় বজ্রসহ বৃষ্টি অব্যাহত

ছবি সংগৃহীত

শরতের মাঝামাঝি সময়েও দেশের বিভিন্ন অঞ্চলে থেমে থেমে বৃষ্টি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সর্বাধিক ৮৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নেত্রকোণায়। একই সঙ্গে তাপমাত্রা কিছুটা কমে গিয়ে বইছে শীতল হাওয়া, যা আবহাওয়ায় এনে দিয়েছে হালকা শীতের অনুভূতি।

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী পাঁচ দিনের মধ্যে দেশের বিভিন্ন এলাকায় দুই দিন বজ্রসহ বৃষ্টি অথবা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সামগ্রিকভাবে এই সময়ে আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

গত ২৪ ঘণ্টার পরিসংখ্যানে দেখা গেছেনেত্রকোণায় ৮৫ মিলিমিটার বৃষ্টির পাশাপাশি ভোলায় ৬৭ মিলিমিটার, বরিশালে ৬২, চট্টগ্রামের আমবাগানে ৬১, পটুয়াখালীর খেপুপাড়ায় ৬০, রাঙামাটিতে ৫৩ এবং টেকনাফে ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, বর্তমানে লঘুচাপের বর্ধিতাংশ ভারতের বিহার ও পশ্চিমবঙ্গ হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর এখন তুলনামূলকভাবে দুর্বল অবস্থায় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরেও এর প্রভাব মাঝারি মাত্রার। আবহাওয়ার এই প্রবণতা অব্যাহত থাকলে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আগামী বুধবার (১৫ অক্টোবর) নাগাদ বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

রবিবার (১২ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের দুই-একটি স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকবে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে।

এছাড়া, সোমবার থেকে বুধবার (১৩১৫ অক্টোবর) পর্যন্ত দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সোমবার দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও পরবর্তী দুই দিন তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আগামী বৃহস্পতিবার (১৬ অক্টোবর) চট্টগ্রাম বিভাগের কয়েকটি স্থানে দমকা হাওয়াসহ হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দেশের বাকি অংশে আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকলেও আবহাওয়া মূলত শুষ্ক থাকবে এবং সারাদেশেই দিন ও রাতের তাপমাত্রা প্রায় একই থাকবে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

Logo