বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, উপকূলে প্রভাব ফেলতে পারে আজ রাতেই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ১৯:০০

ছবি সংগৃহীত
বঙ্গোপসাগরে
অবস্থানরত একটি গভীর নিম্নচাপ দ্রুত অগ্রসর হচ্ছে। এটি বর্তমানে মোংলা সমুদ্রবন্দর
থেকে প্রায় ৬৬৫ কিলোমিটার দূরে রয়েছে। আবহাওয়া অফিসের সর্বশেষ তথ্যে জানানো
হয়েছে, বৃহস্পতিবার (২
অক্টোবর) রাতের মধ্যে নিম্নচাপটি ভারতের ওড়িশা ও অন্ধ্র প্রদেশের উপকূলে পৌঁছাতে
পারে।
বাতাসের গতি ও সমুদ্র পরিস্থিতি
নিম্নচাপটির কেন্দ্রের ৪৮ কিলোমিটারের
ভেতরে বাতাসের গতি ঘণ্টায় সর্বোচ্চ ৫০ কিলোমিটার, যা
দমকা বা ঝোড়ো হাওয়ায় ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এর প্রভাবে
বঙ্গোপসাগরের উপকূলবর্তী এলাকায় সমুদ্র উত্তাল রয়েছে।
সতর্ক সংকেত ও নির্দেশনা
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর
স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একইসঙ্গে উত্তর বঙ্গোপসাগরে
অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
সম্ভাব্য আবহাওয়া
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে না।
তবে এর প্রভাবে সমুদ্রবন্দর, উপকূলীয়
অঞ্চল এবং উত্তর বঙ্গোপসাগরে দমকা বাতাস বয়ে যেতে পারে।
আগামী ৫ দিন দেশের বিভিন্ন স্থানে
বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকবে।
·
৩-৪
অক্টোবর (শুক্র ও শনিবার): রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম
ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী
বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
·
৫-৭
অক্টোবর (রোববার থেকে মঙ্গলবার): রংপুরের অধিকাংশ জায়গা এবং অন্যান্য
বিভাগগুলোর অনেক স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এ
সময়ও কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।