আজ শুক্রবার দেশের সব মোবাইল গ্রাহকদের জন্য ১ জিবি ফ্রি ইন্টারনেট

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ০০:১৮

ছবি সংগৃহীত
আজ ১৮ জুলাই, শুক্রবার ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে দেশের সব মোবাইল ফোন
গ্রাহকদের জন্য ১ জিবি ফ্রি
ইন্টারনেট সুবিধা চালু
করেছে ডাক ও
টেলিযোগাযোগ বিভাগ। এই বিশেষ
দিনটিকে ‘ফ্রি ইন্টারনেট
ডে’ হিসেবে ঘোষণা
করা হয়েছে।
ফ্রি ইন্টারনেট
প্যাকটি ৫ দিন মেয়াদি এবং তা আজ
থেকেই ব্যবহার শুরু করা যাবে।
বুধবার (১৬
জুলাই) এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সিস্টেম
অ্যান্ড সার্ভিসেস বিভাগ জানিয়েছে, গণআকাঙ্ক্ষা পূরণ এবং জনস্বার্থে আজকের দিনটিতে সব
গ্রাহককে এক জিবি ইন্টারনেট বিনামূল্যে দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বিটিআরসি জানায়, ৯ জুলাই মোবাইল ফোন অপারেটরদের এ বিষয়ে
নির্দেশনা পাঠানো হয় এবং তারা ইতিমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।
কীভাবে ফ্রি ইন্টারনেট পাবেন?
ফ্রি ১ জিবি
ইন্টারনেট পেতে আপনাকে নিচের নির্দিষ্ট কোড ডায়াল করতে হবে:
- গ্রামীণফোন
(GP): *121*1807#
- রবি (Robi): *4*1807#
- বাংলালিংক
(Banglalink): *121*1807
- টেলিটক (Teletalk): *111*1807#
এই সুবিধাটি
শুধুমাত্র আজ ১৮ জুলাই
শুক্রবার সক্রিয় করা
যাবে এবং ব্যবহার করা যাবে ৫ দিনের মধ্যে।
ডাক ও
টেলিযোগাযোগ বিভাগ জানায়, ‘জুলাই
গণঅভ্যুত্থান দিবস’ স্মরণে এই
উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে
প্রযুক্তির সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছানো যায়।