লঙ্কা সফরে টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা, ফিরেছেন নাইম ও সাইফউদ্দিন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ২০:৩৭

এক বছর পর দলে ফিরলেন সাইফউদ্দিন
শ্রীলঙ্কা সফরে পূর্ণাঙ্গ সিরিজ খেলছে বাংলাদেশ জাতীয় দল। টেস্ট সিরিজে পরাজয়ের পর বর্তমানে চলছে তিন ম্যাচের ওয়ানডে লড়াই, যেখানে প্রথম ম্যাচে হেরে সিরিজে পিছিয়ে পড়েছে টাইগাররা। এমন প্রেক্ষাপটে আসন্ন টি-টোয়েন্টি সিরিজকে ঘিরে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ঘোষিত দলে চমক হিসেবে ফিরেছেন মোহাম্মদ নাইম শেখ, যিনি দীর্ঘ দুই বছর পর সংক্ষিপ্ত ফরম্যাটে জাতীয় দলের জার্সি গায়ে উঠাতে যাচ্ছেন। সর্বশেষ তিনি মাঠে নেমেছিলেন ২০২২ সালের আগস্টে আফগানিস্তানের বিপক্ষে।
একইভাবে, দীর্ঘ এক বছরের বিরতির পর দলে জায়গা করে নিয়েছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তবে এই দলে জায়গা হয়নি সদ্য ফর্মে থাকা ব্যাটার নাজমুল হোসেন শান্ত ও তরুণ পেসার নাহিদ রানার।
টি-টোয়েন্টি সিরিজে ওপেনিংয়ের দায়িত্বে দেখা যাবে তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনকে। দলের নেতৃত্বে থাকছেন উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। মিডল অর্ডারে আছেন তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন ও অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। বোলিং বিভাগে নেতৃত্ব দিবেন তাসকিন আহমেদ, সাথে রয়েছেন মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিম হাসান ও স্পিনার নাসুম আহমেদ।
বাংলাদেশের টি–টোয়েন্টি স্কোয়াডঃ লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাইম, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও মোহাম্মদ সাইফউদ্দিন।