Logo
×

Follow Us

মতামত

সুবর্ণচরের খালগুলো মুক্ত হোক, পানি চলুক নিজের পথে

Icon

জহির উদ্দিন তুহিন

প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ২০:৫১

সুবর্ণচরের খালগুলো মুক্ত হোক, পানি চলুক নিজের পথে

সুবর্ণচরের খালে বসানো অবৈধ বেয়াল জাল পানির স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করছে, বাড়াচ্ছে জলাবদ্ধতা ও ক্ষতির মাত্রা। -ছবি: আরিফ সবুজ

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এখন এক ভয়াবহ বাস্তবতা জলাবদ্ধতা। শতশত মানুষ পানিবন্দি। মাছের ঘের, পুকুর, কৃষিজমি সব পানির নিচে। কোটি কোটি টাকার ক্ষতির হিসেব শুধু কাগজে নয়, মানুষের মুখে মুখে। অথচ এই দুর্দশার অন্যতম কারণটি আমাদের চোখের সামনেই আছে অবৈধ বেয়াল জাল।

যেখানে খাল-নদী হয়ে উঠার কথা ছিল জীবনের স্রোত, সেখানে তা হয়ে উঠেছে অবরুদ্ধ জলাধার। কারণ, প্রভাবশালী কিছু মহল খালের মুখে ফেলে রেখেছে বেয়াল জাল ও বিন্থি জালের মতো পানির বাধা। ফলে বর্ষার পানি জমে আছে, নামছে না। পঁচে যাচ্ছে আমনের বীজতলা, মাছের ঘের ডুবে যাচ্ছে, মানুষ হারাচ্ছে জীবিকা। এই জালের জাল এখন শুধু পানি আটকে রাখছে না, আটকে দিচ্ছে জনজীবন।

প্রথমে আমরা চুপ থাকি, তারপর অসহায় হই। অথচ এই সমস্যা আমাদেরই সৃষ্টি, এবং সমাধানও আমাদের হাতেই। স্থানীয় প্রশাসনের উচিত দ্রুত এসব অবৈধ জাল অপসারণে অভিযান চালানো। পাশাপাশি আমাদেরও সচেতন হতে হবে যারা এসব জাল ফেলে রেখেছে, প্রথমে তাদের অনুরোধ করতে হবে, না শুনলে সামাজিকভাবে প্রতিরোধ গড়তে হবে।

একটি খাল কারও ব্যক্তিগত সম্পত্তি হতে পারে না। এটি সবার, এর উপর নির্ভর করে হাজারো মানুষের জীবন ও জীবিকা। তাই সময় এসেছে সবাই মিলে এককথায় বলার খাল চাই, জাল নয়।

Logo