
তালহা জুবাইর মাসরুর
বাংলাদেশের কৃষি অর্থনীতিতে বাণিজ্যিক ফলবাগানের গুরুত্ব ক্রমশ বাড়ছে। দেশি-বিদেশি উচ্চমূল্যের ফল ফসলের আবাদ বিস্তৃত হচ্ছে। তরুণ উদ্যোক্তারা কৃষিতে আসার ফলে আধুনিক প্রযুক্তির প্রয়োগও দ্রুতগতিতে বাড়ছে।
বর্তমানে সীমিত পরিসরে আধুনিক প্রযুক্তির ব্যবহার হচ্ছে। এর ব্যাপক প্রয়োগ নিশ্চিত করা গেলে উৎপাদনশীলতা বাড়বে। অধিকতর লাভজনক বাণিজ্যিক বাগান গড়ে তোলা সম্ভব হবে। এই প্রেক্ষাপটে স্মার্ট গার্ডেন, ড্রিপ ইরিগেশন, মালচিং ফিল্ম, ড্রোন, সেন্সর প্রযুক্তি এবং সংরক্ষণ ব্যবস্থার সমন্বয়ে রূপ নিচ্ছে আধুনিক কৃষিব্যবস্থা।
স্মার্ট গার্ডেন হলো এমন এক আধুনিক প্রযুক্তিনির্ভর বাগান ব্যবস্থাপনা পদ্ধতি, যেখানে স্বয়ংক্রিয় ও নিয়ন্ত্রিত পরিবেশে উন্নতমানের ফসল উৎপাদন করা হয়। এখানে তাপমাত্রা, আলো, আর্দ্রতা এবং মাটির গুণাগুণ সেন্সরের মাধ্যমে সূক্ষ্মভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব। এই প্রযুক্তির সঠিক ব্যবহারে উৎপাদন ব্যয় কমায় এবং ফলনের পরিমাণ উল্লেখযোগ্য হারে বাড়ে।
ড্রিপ ইরিগেশন পদ্ধতি মাটিতে সুনির্দিষ্ট পরিমাণে পানি সরবরাহ নিশ্চিত করে ফসলের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে। এতে পানির অপচয় কমে এবং গাছের সুষম বৃদ্ধি নিশ্চিত হয়। পানিসাশ্রয়ী আরেকটি জনপ্রিয় প্রযুক্তি হলো মালচিং ফিল্মের ব্যবহার, যা মাটির আর্দ্রতা সংরক্ষণ, আগাছা নিয়ন্ত্রণ করে কৃষকের উৎপাদন খরচ কমায়।
উন্নত দেশে কৃষিকাজে ড্রোন ও সেন্সর প্রযুক্তির ব্যবহার কৃষকদের ফসল উৎপাদন ও বাগান ব্যবস্থাপনা অনেক সহজ এবং দক্ষ করে তুলেছে। এর মাধ্যমে ফলবাগানের রোগ ও পোকামাকড়ের উপস্থিতি নির্ভুলভাবে চিহ্নিতকরণ এবং শুধু প্রয়োজনীয় স্থানে সার ও কীটনাশক প্রয়োগ করা যায়।
টিস্যুকালচার প্রযুক্তির ব্যবহারে ফলবাগানে উন্নত গুণমানসম্পন্ন, রোগমুক্ত এবং মাতৃগুণাগুণ সম্পন্ন চারা উৎপাদনের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের ‘টিস্যুকালচার ল্যাবরেটরি কাম হর্টিকালচার সেন্টার স্থাপন ও উন্নয়ন প্রকল্প’-এর মাধ্যমে ইতোমধ্যে এই খাতে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে এই প্রযুক্তির ব্যবহার বিস্তৃত করছে।
টিস্যুকালচার প্রযুক্তির সাহায্যে অল্প জায়গায় বড়সংখ্যক উন্নতমানের একই বৈশিষ্ট্যসম্পন্ন চারা একসঙ্গে উৎপাদন করা সম্ভব। এতে উৎপাদনশীলতা বাড়ে এবং কৃষকের আয়ও বেড়ে যায়। কলা, আনারস, স্ট্রবেরি, আঙ্গুরের মতো উচ্চমূল্যের ফসল চাষে ইতোমধ্যে টিস্যুকালচারের সফল প্রয়োগ দেখা যাচ্ছে।
ফল ও সবজি সংরক্ষণেও আধুনিক প্রযুক্তির ব্যবহার ব্যাপক পরিবর্তন এনেছে। এ ক্ষেত্রে ফারমারস মিনি কোল্ডস্টোরেজ বিশেষভাবে উল্লেখযোগ্য।
বাংলাদেশের কৃষিতে আধুনিক প্রযুক্তির যথাযথ ব্যবহারকে উৎসাহিত করতে সরকার, কৃষিবিদ, উদ্যোক্তা এবং কৃষকদের সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য।
লেখক: প্রকল্প পরিচালক, টিস্যুকালচার অ্যান্ড হর্টিকালচার উন্নয়ন প্রকল্প, ডিএই।