Logo
×

Follow Us

পরিবেশ ও জলবায়ু

পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলেন কৃষি অফিস

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ১৪:৩৭

পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলেন কৃষি অফিস

পূর্ব চরবাটা স্কুলে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করছেন উপজেলা কৃষি কর্মকর্তা ও শিক্ষকরা।

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজে পরিবেশবান্ধব সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।

সোমবার (৪ আগস্ট) দুপুর ১২টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে প্রায় ১০০ জন শিক্ষার্থীকে চারটি করে গাছের চারা দেওয়া হয়। জনপ্রতি বিতরণকৃত চারাগুলোর মধ্যে ছিল নিম, জাম ও কাঁঠাল।

২০২৪-২৫ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলা কৃষি অফিস এই চারা বিতরণের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দেন সুবর্ণচর উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুন অর রশিদ।

চারা বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. ছালেহ উদ্দিন, কলেজ পরিচালনা কমিটির সদস্য মো. খলিলুর রহমান, সাংবাদিক আরিফুর রহমান, উপজেলা কৃষি উপ-সহকারী ইকবাল হোসেন ও কামাল উদ্দিন। এছাড়াও কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

কৃষি কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, “পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বেশি করে গাছ লাগাতে হবে। এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের ছোট বয়স থেকেই গাছপালার প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ তৈরি হবে।

অধ্যক্ষ মো. ছালেহ উদ্দিন বলেন, “শিক্ষার্থীদের মাঝে এ ধরনের পরিবেশবান্ধব উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।

Logo