সুবর্ণচরে জলাবদ্ধতা রোধে অভিযান, জব্দ বেয়াল জাল
জলাবদ্ধতা রোধে চলবে নিয়মিত অভিযান: উপজেলা প্রশাসন

আরিফুর রহমান, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ২১:১১

সুবর্ণচরের খাল থেকে অপসারণ করা হচ্ছে জলাবদ্ধতার জন্য দায়ী অবৈধ বেয়াল জাল।
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার বিভিন্ন খালে অবৈধ জাল অপসারণে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (৯ জুলাই) এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া আসফার সায়মা। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ ফয়জুর রহমানসহ মৎস্য অফিসের অন্যান্য কর্মকর্তারা অংশ নেন।
এদিন উপজেলার আব্দুল্লাহ মিয়ার হাট থেকে ভূঁইয়ার হাট পর্যন্ত মোট ৯টি অবৈধ জাল অপসারণ করা হয়। এছাড়া জলাধার ও পরিবেশ বিধ্বংসী কাজে জড়িত থাকার দায়ে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান চলাকালে জব্দ করা জালগুলো ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এসব অবৈধ বেয়াল ও বিন্থি জালের কারণে খালে পানি চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে, যার ফলে এলাকায় জলাবদ্ধতা দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। একই সঙ্গে প্রাকৃতিক মাছের প্রজনন ব্যাহত হচ্ছে এবং কৃষি ও মৎস্য খাতে বড় ধরনের ক্ষতি হচ্ছে।
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ ফয়জুর রহমান বলেন, "এখন দেশীয় প্রজাতির মাছ ডিম ছাড়ার মৌসুম। এই সময় অবৈধ জাল ব্যবহার করে ছোট-বড় সব মাছ ধ্বংস করছে কিছু অসাধু চক্র। এতে সামগ্রিকভাবে মাছের প্রজনন মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।"
উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া আসফার সায়মা বলেন, "জলাবদ্ধতা নিরসন, পরিবেশ রক্ষা ও মাছের প্রজনন ঠিক রাখতেই এ অভিযান চালানো হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলবে। কেউ খাল-বিল বা জলাশয়ে অবৈধ জাল বসানো বা পানি প্রবাহে বাধা সৃষ্টি করতে দেখলে, প্রমাণসহ প্রশাসনকে জানাতে অনুরোধ করছি।"
স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত অভিযান এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে এলাকায় পরিবেশগত ভারসাম্য রক্ষা সম্ভব হবে।