Logo
×

Follow Us

পরিবেশ ও জলবায়ু

সুবর্ণচরে দুই অবৈধ ইটভাটায় অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Icon

আরিফুর রহমান, সুবর্ণচর (নোয়াখালী)

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ১৬:৩৭

সুবর্ণচরে দুই অবৈধ ইটভাটায় অভিযান, ২ লাখ টাকা জরিমানা

ছবি: দ্য ফারমার্স ভয়েস

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) উপজেলার চর জুবিলী ইউনিয়নের চর বাগ্যা এলাকায় অবস্থিত মেসার্স আল্লারদান ব্রিকস ( ডি বি ব্রিকস) এবং চর জব্বর ইউনিয়নের পশ্চিম চরজব্বর এলাকায় অবস্থিত মাহিন ব্রিকস (আলিফ ব্রিকস)– এই অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ছেনমং রাখাইন।

এসময় পরিবেশ অধিদপ্তর, নোয়াখালীর কর্মকর্তারা অভিযানে অংশ নেন। ইট প্রস্তুত ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে উভয় ইটভাটাকে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানকালে দুটি ইটভাটাকেই অবৈধ ঘোষণা করে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। একই সঙ্গে ভাটায় জ্বালানো আগুন পানি দিয়ে সম্পূর্ণভাবে নিভিয়ে দেওয়া হয়, যাতে ভবিষ্যতে পুনরায় কার্যক্রম চালানো সম্ভব না হয়।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সার্বিক নিরাপত্তা কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করে বাংলাদেশ সেনাবাহিনী, চর জব্বর থানা পুলিশ এবং সুবর্ণচর ফায়ার সার্ভিস।

প্রশাসন সূত্রে জানা গেছে, পরিবেশ রক্ষা, জনস্বাস্থ্য সুরক্ষা এবং কৃষিজমি জলাভূমি সংরক্ষণের স্বার্থে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। আইন অমান্য করে কেউ অবৈধভাবে ইটভাটা স্থাপন বা পরিচালনা করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Logo