Logo
×

Follow Us

অর্থনীতি

স্বল্পমেয়াদি কৃষিঋণ ও সিএমএস খাতে ঋণের বিপরীতে নিরাপত্তা সঞ্চিতি ১ শতাংশে নির্ধারণ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ১২:৩২

স্বল্পমেয়াদি কৃষিঋণ ও সিএমএস খাতে ঋণের বিপরীতে নিরাপত্তা সঞ্চিতি ১ শতাংশে নির্ধারণ

ছবি সংগৃহীত

ব্যাংকগুলোকে স্বল্পমেয়াদি কৃষিঋণ বিতরণ এবং কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) উদ্যোগ খাতে ঋণ বিতরণে উৎসাহিত করতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সিএমএসএমই খাতের আওতায় সব অশ্রেণীকৃত (স্ট্যান্ডার্ড ও স্পেশাল মেনশন অ্যাকাউন্ট—এসএমএ) স্বল্পমেয়াদি কৃষিঋণ এবং কুটির, মাইক্রো ও ক্ষুদ্র (সিএমএস) শিল্প উদ্যোগের ঋণের বিপরীতে ব্যাংকগুলোকে ১ শতাংশ হারে নিরাপত্তা সঞ্চিতি (প্রভিশনিং) সংরক্ষণ করতে হবে।

এর আগে প্রজ্ঞাপন অনুযায়ী, ব্যাংকগুলোকে স্ট্যান্ডার্ড ঋণের বিপরীতে ১ শতাংশ এবং এসএমএ ঋণের বিপরীতে ৫ শতাংশ হারে নিরাপত্তা সঞ্চিতি রাখতে হতো। নতুন নির্দেশনা কার্যকর হলে এই দুই শ্রেণির ঋণের জন্যই নিরাপত্তা সঞ্চিতির হার একীভূত হয়ে ১ শতাংশে নেমে আসবে।

গত মাসের শেষ সপ্তাহে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি)-এর প্রতিনিধিরা এই প্রস্তাব উত্থাপন করেন। সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনার পর বাংলাদেশ ব্যাংক সোমবার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়।

নতুন এই সিদ্ধান্ত ব্যাংকগুলোকে কৃষি ও ক্ষুদ্র উদ্যোক্তা খাতে ঋণ বিতরণে আরও উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে।

Logo