Logo
×

Follow Us

কৃষি

সুবর্ণচরে খালের উপর অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান: ফিরছে স্বাভাবিক পানি প্রবাহ

Icon

আরিফুর রহমান, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি:

প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১৩:১৯

সুবর্ণচরে খালের উপর অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান: ফিরছে স্বাভাবিক পানি প্রবাহ

সুবর্ণচরের খালের উপর নির্মিত দোকান ভাঙার দৃশ্য। সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় চলছে প্রশাসনের অভিযান।

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা ও পূর্ব চরবাটা ইউনিয়নের একাধিক বাজার এলাকায় খালের উপর গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।

গত সোমবার থেকে আজ মঙ্গলবার পর্যন্ত ২দিনব্যাপী পরিচালিত এ অভিযানে চরবাটার কাজল মার্কেট, পূর্ব চরবাটার সাহেব বাজার, বাদশা মার্কেট, নাজিম মার্কেট, ছমির হাট ও তেরিজ পোল এলাকায় দখলদারদের গড়ে তোলা স্থাপনা ভেঙে ফেলা হয়।

এই অভিযান পরিচালনা করেন সুবর্ণচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছেনমং রাখাইন। উচ্ছেদ অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ বাহিনী সরাসরি সহযোগিতা করে। ভেকু (এক্সকাভেটর) ব্যবহার করে একের পর এক দোকানঘর গুঁড়িয়ে দেওয়া হয় এবং শ্রমিকদের সহায়তায় ধ্বংসাবশেষ সরিয়ে নেওয়া হয়।

প্রশাসনের তথ্যমতে, এসব স্থাপনা দীর্ঘদিন ধরে সরকারি খালের উপর নির্মিত হওয়ায় পানি চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। ফলে বর্ষাকালে সৃষ্টি হতো ভয়াবহ জলাবদ্ধতা। গত কিছুদিন আগে টানা ভারি বর্ষণে এসব অবৈধ স্থাপনার কারণে পানি আটকে গিয়ে ব্যাপক জলাবদ্ধতা দেখা দেয় এবং অনেক কৃষকের বীজতলা নষ্ট হয়ে যায়। কৃষকেরা জমিতে সেচ দিতে না পারায় ক্ষতিগ্রস্ত হতেন, আবার বসতবাড়ি ও রাস্তা পানিতে ডুবে যায়।

উপকূলীয় পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি আব্দুল বারী বাবলু এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “এভাবে প্রতিটি খাল দখলমুক্ত করা গেলে চরাঞ্চলের কৃষি, পরিবেশ ও জনজীবনে আশাব্যঞ্জক পরিবর্তন আসবে।”

সহকারী কমিশনার (ভূমি) ছেনমং রাখাইন বলেন,“সরকারি খাল দখল করে কেউ স্থাপনা গড়ে তুলতে পারবে না। খালগুলোর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করবো। সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় গত ২দিনের অভিযান সফল হয়েছে।”

স্থানীয় কৃষকরা জানান, বহু বছর ধরে তারা এই দুর্ভোগের শিকার হয়ে আসছেন। পানি নিষ্কাশন না থাকায় ফসল নষ্ট হওয়া ছিল স্বাভাবিক ঘটনা। এবার খাল মুক্ত হওয়ায় তারা স্বস্তি প্রকাশ করেছেন এবং প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, চরবাটা ও পূর্ব চরবাটা ইউনিয়নের পাশাপাশি সুবর্ণচরের অন্যান্য এলাকাতেও খাল দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনার বিরুদ্ধে ধারাবাহিকভাবে অভিযান চলবে।

Logo