সুবর্ণচরে ইউক্যালিপটাস ও আকাশমনি চারা ধ্বংসে অভিযান, ক্ষতিপূরণ পেল নার্সারিমালিকরা

আরিফুর রহমান, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ১৮:৪৬

সুবর্ণচরে ইউক্যালিপটাস চারা ধ্বংসে ক্ষতিপূরণ দিচ্ছেন সহকারী কমিশনার (ভূমি) ও কৃষি কর্মকর্তা
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ২৪-২৫ অর্থ বছরের প্রজ্ঞাপন অনুযায়ী পরিবেশ ও কৃষির ভারসাম্য রক্ষায় ক্ষতিকর উদ্ভিদ ধ্বংসের অংশ হিসেবে নোয়াখালীর সুবর্ণচরে ৮টি বেসরকারি ও ব্যক্তিমালিকানাধীন নার্সারিতে আকাশমনি ও ইউক্যালিপটাস চারা ধ্বংসে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।
এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল কৃষি পুনর্বাসন সহজ করা এবং ভূমির উর্বরতা ও পরিবেশের ক্ষতি রোধ করা। অভিযানকালে ক্ষতিকর গাছের চারা ধ্বংস করা হলেও নার্সারিমালিকদের আর্থিক ক্ষতি লাঘবে সরকার পক্ষ থেকে ক্ষতিপূরণ প্রদান করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সুবর্ণচর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ছেনমং রাখাইন। তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার হারুন অর রশিদ, জেলা ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা, স্থানীয় প্রশাসন এবং কৃষি দপ্তরের অন্যান্য প্রতিনিধিরা।
সুবর্ণচর উপজেলা প্রশাসন এবং উপজেলা কৃষি অফিস অভিযানে সর্বাত্মক সহযোগিতা প্রদান করে। কর্মকর্তারা জানান, ভবিষ্যতে পরিবেশবান্ধব চাষাবাদ ও কৃষি উদ্যোগকে উৎসাহিত করতে এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে।
উল্লেখ্য, ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের মূল ও পাতার রাসায়নিক উপাদান আশপাশের গাছপালা এবং মাটির জীবাণু ও জৈব পদার্থের ওপর ক্ষতিকর প্রভাব ফেলে বলে বিভিন্ন গবেষণায় উঠে এসেছে। তাই পরিবেশবান্ধব বিকল্প উদ্ভিদের চাষে উৎসাহ দিতে সরকারের এই উদ্যোগ প্রশংসিত হচ্ছে।