Logo
×

Follow Us

কৃষি

গোমতীর চরে আগাম মুলার বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ০২:০৮

গোমতীর চরে আগাম মুলার বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

ছবি সংগৃহীত

কুমিল্লার বুড়িচং উপজেলার ভান্তির চরে এবার আগাম মুলার ফলনে কৃষকদের মুখে হাসি ফুটেছে। জমি জুড়ে সাদা মুলার সারি এখন যেন এক ভিন্ন দৃশ্য। কোথাও কৃষকেরা খেত থেকে মুলা তুলে স্তূপ করছেন, আবার কেউ বাজারে পাঠানোর জন্য আঁটি বেঁধে প্রস্তুত করছেন।

আগাম ফসল, ভালো দাম

স্থানীয় কৃষকদের ভাষ্য অনুযায়ী, বর্ষা শেষে শরতের শুরুতেই মুলা বপন করা হয়। মৌসুম শুরুর আগেই এ বছর ফলন আসায় বাজারে চাহিদা তৈরি হয়েছে। পাইকাররা সরাসরি জমি থেকেই মুলা কিনে নিচ্ছেন। বর্তমানে প্রতি কেজি মুলা ৩৫ থেকে ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে, যেখানে মৌসুমে দাম নেমে আসে ৫১০ টাকায়।

কৃষক ফারুক হোসেন জানান, “শীত এখনো পুরোপুরি আসেনি। এরই মধ্যে মুলা বিক্রি শুরু হয়েছে। সরাসরি জমি থেকেই পাইকাররা নিয়ে যাচ্ছেন, তাই দামও ভালো মিলছে।

লাভবান হচ্ছেন চাষিরা

মনির হোসেন নামে আরেক কৃষক বলেন, বেশিরভাগ কৃষক পুরো জমির ফলন একবারেই পাইকারদের কাছে বিক্রি করে দিচ্ছেন। তিনি ২৪ শতাংশ জমির মুলা ৫৮ হাজার টাকায় বিক্রি করেছেন। খরচ বাদে প্রায় ২০ হাজার টাকা লাভ হয়েছে।

দেশজুড়ে যাচ্ছে চরের মুলা

চরের বিস্তীর্ণ জমিতে উৎপাদিত এই মুলা শুধু স্থানীয় বাজারেই নয়, কুমিল্লার নিমসার হয়ে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন বড় শহরে সরবরাহ হচ্ছে। এ কারণে স্থানীয় কৃষকরা আগাম চাষে আগ্রহী হচ্ছেন। কেউ কেউ জমিতে মুলা তুলে ইতিমধ্যে মিষ্টিকুমড়া লাগাতেও শুরু করেছেন।

কৃষকদের আশাবাদ

চরের কৃষকেরা মনে করছেন, আবহাওয়া অনুকূলে থাকলে আগাম ফসল হিসেবে মুলার চাষ তাদের আর্থিক অবস্থাকে আরও শক্তিশালী করবে। একই সঙ্গে দেশজুড়ে বাজারে শীতের আগেই তাজা সবজি সরবরাহ সম্ভব হবে।

 

Logo