Logo
×

Follow Us

কৃষি

চলতি অর্থবছরে ৩৯ হাজার কোটি টাকার কৃষিঋণ বিতরণ করবে সরকার: কৃষি সচিব

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৫

চলতি অর্থবছরে ৩৯ হাজার কোটি টাকার কৃষিঋণ বিতরণ করবে সরকার: কৃষি সচিব

চলতি অর্থবছরে কৃষকদের জন্য ৩৯ হাজার কোটি টাকা কৃষিঋণ বিতরণ করা হবে বলে জানিয়েছেন কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান। তিনি বলেন, অনেক উদ্যোক্তা আছেন যারা সহযোগিতা চান। তবে সরকার কেবল প্রকৃত উদ্যোক্তাদের চিহ্নিত করে তাদেরকেই এ সহায়তা দেবে।

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) আয়োজিত তারুণ্যের উদ্ভাবনী শক্তি, কৃষি রূপান্তরের চালিকা শক্তি শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি সরকারের ঘোষিত তারুণ্যের উৎসব ২০২৫ কর্মসূচির অংশ হিসেবে আয়োজন করা হয়।

কৃষি সচিব জানান, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে এবারই প্রথম সরকার হিমাগার গেটে আলুর দাম নির্ধারণ করেছে। পাশাপাশি ৫০ হাজার মেট্রিক টন আলু কেনারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, “কৃষক যদি তার উৎপাদিত ফসলের সঠিক দাম না পায়, তাহলে আমাদের সন্তুষ্টির কোনো জায়গা নেই।

তিনি আরও জানান, কৃষি মন্ত্রণালয় প্রথমবারের মতো ২৫ বছর মেয়াদি একটি কর্মকৌশল প্রণয়নে কাজ করছে, যার লক্ষ্য ২০৫০ সালের মধ্যে দেশের প্রতিটি মানুষের জন্য নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা। তরুণ প্রজন্মকে অপার সম্ভাবনাময় সম্পদআখ্যা দিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে কৃষি রূপান্তর ঘটাতে হবে।

সেমিনারের সভাপতিত্ব করেন বিএআরসির নির্বাহী চেয়ারম্যান ড. নাজমুন নাহার করিম। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জি কে এম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ। স্বাগত বক্তব্য দেন বিএআরসির কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান বিভাগের সদস্য পরিচালক ও তারুণ্যের উৎসব ২০২৫কর্মসূচির আহ্বায়ক ড. মো. মোশাররফ উদ্দিন মোল্লা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন একই বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আব্দুস সালাম।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, তরুণ কৃষি উদ্যোক্তা ও উদ্ভাবক, মন্ত্রণালয়ের কর্মকর্তা, বিজ্ঞানী, এনজিও ও বেসরকারি খাতের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় কৃষির বিভিন্ন ক্ষেত্রে সফল ১১ জন তরুণ উদ্যোক্তা তাদের অভিজ্ঞতা শেয়ার করেন।

Logo