সুবর্ণচরে বিনির্দেশ বহির্ভূত সার বিক্রয় ও পরিবহনে দুই জনকে জরিমানা, ২৯৭ বস্তা সার জব্দ

আরিফুর রহমান, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি:
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৯:০৫

জব্দকৃত সার
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বিনির্দেশ বহির্ভূত সার বিক্রয় ও পরিবহনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। এতে দুই জনকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ২৯৭ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় উপজেলার সুলেমান বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাবেয়া আসফার সায়মা। অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুন অর রশিদ উপস্থিত ছিলেন।
অভিযানে খুচরা বিক্রেতা সিরাজুল ইসলামকে অবৈধভাবে সার বিক্রির অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একইভাবে বিনির্দেশ বহির্ভূত সার পরিবহনের অপরাধে রতন বেপারীকেও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুন অর রশিদ জানান, কৃষকদের সঠিক দামে ও সঠিক নিয়মে সার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।