উপপরিচালকদের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি
স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি দেওয়া হচ্ছে: কৃষি সচিব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩:০০

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে প্রথমবারের মতো পোল করে পদোন্নতি দেওয়া হয়েছে উপপরিচালকদের। পদোন্নতির পর এসব কর্মকর্তা জন্য ঢাকার খামারবাড়ির কৃষি তথ্য সার্ভিসের কনফারেন্স রুমে শুরু হয়েছে ৫ দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি। আজ রোববার থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে ২৮ জন কর্মকর্তা অংশ নিয়েছেন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান। তিনি বলেন, দক্ষ কর্মকর্তাদের পদোন্নতি ও নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে পোল ব্যবস্থা চালু করা হয়েছে। পিডি নিয়োগ কিংবা উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতিও পোল করে নির্ধারণ করা হবে। নির্দিষ্ট যোগ্যতা পূরণ সাপেক্ষে কর্মীরা উপরের পদে উন্নীত হতে পারবেন। এখানে কোনো তদবির গ্রহণযোগ্য হবে না। প্রশিক্ষণের এই ধারা নিয়মিত হবে, যাতে কর্মকর্তাদের পেশাগত দক্ষতা আরও বৃদ্ধি পায়। কৃষিখাতে পদোন্নতি বা বদলিতে ঘুষ ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।
প্রধান অতিথির বক্তব্যে সচিব বলেন, কৃষি মন্ত্রণালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ খাতে নেতৃত্ব দেওয়ার জন্য সৎ, দক্ষ ও দূরদৃষ্টিসম্পন্ন কর্মকর্তা দরকার। কৃষি খাতের উন্নয়ন ও কৃষকবান্ধব প্রশাসনিক কাঠামো গড়ে তুলতে এ ধরনের প্রশিক্ষণ অপরিহার্য। কৃষির আধুনিকায়ন এবং টেকসই উৎপাদন নিশ্চিত করতে কর্মকর্তাদের এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) নির্বাহী চেয়ারম্যান ড. নাজমুন নাহার করিম, কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মো. নাসির উদ-দৌলা এবং কৃষি তথ্য সার্ভিসের পরিচালক মো. মসীহুর রহমান। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন উইংয়ের পরিচালকরাও উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কর্মসূচির সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. ছাইফুল আলম।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, পদোন্নতির পরপরই প্রশিক্ষণের এ উদ্যোগ আগে কখনো নেওয়া হয়নি। এর মাধ্যমে নবনিযুক্ত উপপরিচালকরা নীতি প্রণয়ন, মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয় এবং কৃষি খাতে উদ্ভাবন বিস্তারে আরও দক্ষ হয়ে উঠবেন।